পতাকা”
—মোঃ নূরুজ্জামান ওরফে শাহজামান
রক্তে মাখা লাল সবুজের ঐ পতাকা
বাংলা মানচিত্র তাতে ছিল আঁকা
গর্ব মোদের স্বাধীনতা
লাল সবুজে থাকে যেন ঢাকা।
শৈশব এই বাংলা দ্বীগ্বিজয়ে মেলেছা পাখা
বিশ্ব সেরা বাংলা মোদের একদিন হয়তো যাবে দেখা
নিঃশ্ব অসহায় বলে থাকবে না ঢাকা।
একদিন মাতাবে বিশ্ব
দেখাবে বাংলার রুপরেখা।