নীলফামারীতে বেগম রোকেয়া দিবস পালিত

Slider বাংলার মুখোমুখি

15416091_1783488321900448_1105111905_n

 

শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে যথাযথ মর্যাদায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্বরণে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলার ৫ নারীকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী সভাপত্ত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীরর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান রাবেয়া আলিম। রোকেয়া দিবসে সম্মাননা প্রাপ্তরা হলেন- সমাজ উন্নয়নে সাফল্যে আরিফা সুলতানা লাভলী, শিক্ষা ও চাকুরির সাফল্য অর্জনে মারুফা বেগম লিজা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যামে জীবন শুরু করায় আমিনা খাতুন, সফল জননী হিসেবে মহসেনা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে আহমেদা ইয়াসমিন ইলা। অনুষ্ঠানে নারী উন্নয়নে ও নারী অধিকার আদায়ে সকলে একত্রে কাজ করবেন বলে আশা ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *