গ্রাম বাংলা ডেস্ক: বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে। ভারত, ইন্দোনেশিয়া, কাতার ও থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দুই বছরের জন্য ইউএনএইচআরসি সদস্য নির্বাচিত হয়েছে।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১৫-২০১৭ মেয়াদের জন্য ১৪৯ ভোটে জাতিসংঘের এই মানবাধিকার সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ভোট অনুষ্ঠিত হয়।