লালমনিরহাটের আদিতমারীতে মাদকসহ দুই বিএনপি নেতা আটক

Slider গ্রাম বাংলা
15403274_596000287252550_1574906929_n
এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় দুই বোতল ভারতীয় মদসহ দুইজন বিএনপি নেতাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি এলাকার আমানত উল্লাহের ছেলে, কমলাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান হবি এবং আরেকজন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিএনপি কর্মী হাসান আলী।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দিনগত রাতে ভারতীয় সীমান্ত অতিক্রম করে আদিতমারী উপজেলার পাগলা চওড়া গ্রামে যাওয়ার সময় তাদের আটক করেন বিজিবি। আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র পাল জানান, ভারতীয় সীমান্ত দিয়ে মদ নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লোহাকুচি বিওপি ক্যাম্পের সদস্যরা পাগলা চওড়া গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও হাসান আলীকে আটক করেছেন। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করেন বিজিবি সদস্যরা। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, আটক ব্যক্তিদের শুক্রবার দুপুরের পরে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *