মানবতা মুখ লুকায়
—-আলম মিয়া হারুন
মানবতা মুখ লুকায় নাফ নদীর কাদা-জলে
বিশ্ব-বিবেক অন্ধ আজ মুসলিম মরছে বলে।
নাস্তিক মরলে ঘেউ করে বিশ্ব নেতা কুকুর যত,
চৌরাস্তায় গলা ফাটায় লাকি পাখি অবিরত।
মানবতার সবক দেয় যারা বিশ্ব বিবেক বলে
শকুনিরা চোখ বুঝে তাল দিচ্ছে তলে তলে।
সু চি পায় শান্তির নোবেল অশান্তির ঐ বার্মায়
বিশ্ব গণতন্ত্রের মডেল সু চি বলবো কি হায়!
চল মুসলিম এক হই, ভেঙ্গে দিই তাদের কালো হাত
ফিরিয়ে দেই মানবতা রোহিঙ্গাদের রঙ্গিণ প্রভাত।
মনে বড় জ্বালা নিয়ে দিন-রাত পার করছি অবিরত
কতকাল দেখবো আমরা এমন আঘাত চিহ্ন ক্ষত?