খোদার পরে মা
তাজুল ইসলাম
••••••••••••••••••••
প্রথম দৃষ্টি মেলে জগতে
দেখিলাম শুধু মাকে,
ভূমিষ্ঠ হয়ে করিলাম চিৎকার
তোলে নিলেন মা বুকে ।
আত্মার ভেতর আত্মার সৃষ্টি
লাগেনা রোদ পড়েনা বৃষ্টি,
রক্ত মাংসের দেয়াল দ্বারা
বিধাতার আপন হস্তে গড়া,
মমতাময়ী মায়ের জঠর
নিখিলের শ্রেষ্ঠ দালান ঘর।
খালা ফুফু দাদির কোলে
উঠেছিলে কান্নার ছলে,
মায়ের কোল ছাড়া অন্য কোলে
এত শান্তি নাহি মিলে।
খোদার পরে মায়ের স্থান
দিয়েছেন আল্লাহ মহান,
জান্নাত মায়ের পদতলে
খুঁজে দেখ চক্ষু মেলে।
মায়ের দোয়া যায়না বিফল
আর্শীবাদে আউলিয়া
অভিশাপে দেউলিয়া
সঙ্গে সঙ্গে ফলাফলা।
মায়ের তুলনা কেবল শুধুই মা
কারো সাথে হয়না,
মা নেই যার সেই বুঝে
মা ছাড়া জীবন কত যে
কষ্ট ভরা বেদনা।