ফরিদপুরে দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। এই দাবি করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১২টায় জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ওসি আরও বলেন, এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হবে। তাঁর ধারনা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই দল ডাকাতের মধ্যে বন্ধুকযুদ্ধ হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, পুলিশ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে। হাসপাতালে আনার আগে তাঁদের মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দশটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২৫ নভেম্বর ফরিদপুরের মধুখালী উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।