আজ গাইবান্ধা হানাদার মুক্ত দিবস

Slider গ্রাম বাংলা

bijoy-0

রংপুর ডেস্কঃ আজ বুধবার ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। এ দিনে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসী ঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে।
তাদের আগমনের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তাদের তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়।

এর আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ-ভারতের সম্মিলিত যৌথ বাহিনীর বিমান গাইবান্ধা রেলষ্টেশন সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায়। ফলে পাক বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে । কর্মসূচীর মধ্যে রয়েছে শহরে বিজয় র‍্যালি, দু’আ ও আলোচনা সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *