ঢাকা; ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তিনি ইন্ডিয়ান এয়ার ফোর্সের (আইএএফ) একটি বিমানে করে চেন্নাই যাচ্ছিলেন প্রয়াত অভিনেত্রী, মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। কিন্তু দিল্লি থেকে উড্ডয়ন করে মধ্যপথে থাকা অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে। এতে তা দিল্লি ফিরে এসেছে।
এ খবর দিয়েছে ভারতের অনলাইন ডিএনএ। এতে বলা হয়, সোমবার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান জয়ললিতা। তার প্রতি পুরো ভারত শ্রদ্ধা নিবেদন করছে। শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার সেখানে যাচ্ছিলেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে তিনি দিল্লিতে ফিরতে বাধ্য হয়েছেন। তবে জয়ললিতার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন। বলেছেন, জয়ললিতা ছিলেন একজন যোদ্ধা। বাস্তবতা ও তাত্ত্বিক ক্ষেত্রে তার ছিল রহস্যময় ক্ষমতা। ১৯৮০র দশকে জয়ললিতা যখন রাজ্যসভায় প্রবেশ করেন সে সময়ের স্মৃতিচারণ করেন প্রণব মুখার্জী। চেন্নাই যাওয়ার আগে তিনি বলেছেন, অনেক সময়ই উন্নয়ন ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আমার কথা হয়েছে।