মেহেরপুর; গাংনীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ডাকাতির সঙ্গে বলে পুলিশের দাবি। এ ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে ৬ পুলিশ সদস্য আহত হয়েছে বলেও দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে গাংনী থানা পুলিশ ১টি পিস্তল,১টি এলজি শার্টারগান,২ রাউন্ড তাজা গুলি,২টি রাম দা ও ২টি হাত বোমা উদ্ধার হয়েছে। তবে, নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশের ভাষ্য, সোমবার মধ্যেরাতে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের মাঠে (খবির উদ্দীনের ইটভাটার অদূরে) ডাকাতদল সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতেরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর মেহেরপুর পুলিশ সুপার (এসপি) আনিচুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাংনী থানা পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।