ঢাকা; নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে যাচ্ছে দলটির একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন বিএনপিা ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মানবজমিনকে জানান, বিএনপির চেয়ারপারসনের প্রস্তাবনাগুলো প্রেসিডেন্টের কাছে তুলে দিতে মঙ্গলবার সকালে একটি প্রতিনিধি দল যাবেন। সেজন্য প্রেসিডেন্টের সাক্ষাতের সময় চেয়ে আবেদন করা হয়েছে।