মা রে ,
—————কোহিনূর আক্তার,
মা আমার মা ,তুই হারিয়ে গেছিস অনেক আগে,
ফেলে গেছিস অনেক কষ্ট সেও আমারি ভাগে ।
বাসিনি ভালো দেখিনি তোরে কি যে ভুল করেছি ওরে ,
মা রে আবার যদি পেতাম তোরে
সমস্ত ভালো বাসা দিয়ে রাখতাম জড়িয়ে।
মা রে তোকে আজ মনে পড়ে অনেক বেশি,
এই মনটা আরো কান্দে ছিলাম যখন বিদেশি ।
ঔষুধ কিনে চেয়েছিলে মা আমার কাছে ,
দিতে পারিনি ঔষুধ তোমায় বৌ ছিল আমার পাছে ।
সেদিনে তোমার চোখের পানি দেখতে আমার ভালো লাগেনি ,
মা রে কি যে কষ্টে কেঁদে ছিলে তুমি একটুও বুঝতে পারিনি ।
আমি বড়ই অবুঝ ছিলাম বৌ বাচ্চার মাঝে ,
বুঝিনি মা রে সেদিন একা বসে কেঁদেছিলি সন্ধ্যা সাজে ।
মা রে আমাকে একলা করে সবাই গেছে চলে,
আমি নিঃস্ব একা শুয়ে আছি র্নিঘুম ঘরে ।
যায় না আমার জীবন,যায় না যে মরে ,
কেও এসে দেনা মোরে শীতের কাঁথাটা উড়ে ।
মা রে তুই ছিলে আমার জীবনে বড় আপন ,
কাঁথা নেই বলে বুকে জড়িয়ে রাখতি তখন ।
মা রে ,মা গো , ডাকছি তোকে অনেক করে,
মা রে তোর অবুঝ খোকারে ফেলে গেলি মরে ।
আজ আমারে ঔষুধ দেবার কেও নাই রে ,
কি যে কষ্ট দিয়েছি তোরে মা তা আজ বুঝি বড় করে।
ক্ষমা করিস, মা রে তোর এই অবুঝ সন্তানরে ,
দেখা হয় যেন মা তোর সাথে ও পাড়ে ।