রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলা ক্যালেন্ডারে আজ ২১ অগ্রহায়ণ ১৪২৩ সাল পৌষ ও মাঘ আসতে এখনও কিছু দেরি, তবুও গত কয়েকদিন ধরেই শীত শীত আবহাওয়া শুরু হয়েছে। রাতে কুয়াশা আর সকাল পেরিয়েই আলো ঝলমলে সূর্যের আলো, সঙ্গে হালকা হিমেল বাতাস। কিন্তু গতকাল সন্ধা মৃদু বাতাসের সাথে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। আজ সোমবার ভোর রাত থেকে দিনাজপুরে বেশ ঠান্ডা পড়ে সঙ্গে ঘন কুয়াশা।
তাপ মাত্রা ছিল ১৫ ডিগ্রি সেল্সিয়াস সকাল আটটার পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। তার পরও সর্যের মুখ দিপির দিইটার পর দেখা গেছে।
এমন অবস্থা চলবে আরও কয়েক দিন এ কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, শীতের দাপট বেশি চলছে দেশের উত্তর-পশ্চিমাংশে এই অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।