ঢাকা: নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের দ্বারা অপহৃত ছাত্রীদের অবস্থান চিহ্নিত করা হয়েছে বলে জানালেন দেশটির বোর্নো রাজ্যের গভর্ণর কাশিম সেট্রিমা। রোববার তিনি একথা জানান। সেট্রিমা জানান, অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারাম দেশটির ভেতরেই অবস্থান করছে। এখনো প্রতিবেশী দেশ চাঁদ বা ক্যামেরুনে তাদের পাচার করা হয়নি বলেই তিনি মনে করেন। এখন সেনা কর্তৃপক্ষ তথ্য যাচাই করে নিখোঁজ ছাত্রীদের অবস্থানের জায়গাটি খুঁজে বের করে যত দ্রুত সম্ভব পরবর্তী পদক্ষেপ নিবেন।
এদিকে গত মাসে দেশটিতে দুশোরও বেশি অপহৃত স্কুলছাত্রী উদ্ধার অভিযানে যোগ দিয়েছে যুক্তরাজ্য। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়া, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যাদ বোকো হারামের কর্মকান্ড ও ঐ অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন।