সুনামগঞ্জ; টেকেরঘাট সীমান্তে ভারতীয়দের পিটুনিতে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কয়লা শ্রমিকের নাম বশির মিয়া (৩৭)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল গ্রামের শুক্রুর আলীর ছেলে। ওই শ্রমিক কাজের সন্ধানে আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে ভারতে গেলে সেখানকার স্থানীয়রা তাকে পিটিয়ে মেরে ফেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনগত রাত প্রায় ২টার সময়ে টেকেরঘাট সীমান্ত এলাকার বড়ছড়া এলসি পয়েন্ট দিয়ে বাংলাদেশি কয়লা শ্রমিক বশির মিয়া কাজের সন্ধানে ভারতে যান। সেখানকার স্থানীয়রা ট্রাকের তেল চুরির করার অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। সোমবার সকালে নিহতের মরদেহ ভারতের ঘোমাঘাট পুলিশ তাদের হেফাজতে নেয়।
বিজিবি টেকেরঘাট কম্পানী কমান্ডার নিজাম উদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, বাংলাদেশি এক যুবক রাতের আঁধারে সীমান্ত রেখা অতিক্রম করে ট্রাকের তেল চুরি করতে গেলে তাকে ধরে ভারতের স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ফেরত চেয়ে বড়ছড়া এলসি পয়েন্টে বিকালে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।