আইভীকে সমর্থন দিতে ১৪ দলে ঐকমত্য

Slider রাজনীতি

43304_b2

 

ঢাকা; আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ১৪ দলের বৈঠকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও জনপ্রিয় মেয়র প্রার্থী আইভীকে সমর্থন দেয়ার ব্যাপারে ১৪ দল একমত হয়েছে। তবে সেখানে ১৪ দলের একজন প্রার্থী আছেন সেটা আলোচনা করে সুরাহ করবো।
গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, নারায়ণগঞ্জে জাসদের একজন প্রার্থী আছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও ড. আবদুর রাজ্জাক জাসদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহ করবেন। সম্মানজনকভাবে একটা মীমাংসা হবে। জাসদের নেত্রী শিরিন আক্তার বলেছেন, বিষয়টি আলোচন করে সুরাহা করবেন। ১৪ দল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে একসঙ্গে কাজ করবে। ১৪ দলের মুখপাত্র বলেন, জাতির সামনে আগামী জাতীয় নির্বাচন আসন্ন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার অধীনেই হবে। এটা মীমাংসিত বিষয়। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এটি গঠন করার দায়িত্ব প্রেসিডেন্টের। তিনি নির্বাচন কমিশন গঠন করবেন এবং তার অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ। খালেদা জিয়ার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব প্রসঙ্গে নাসিম বলেন, তার প্রস্তাব অন্তঃসারশূন্য। খালেদা জিয়া আলোচনার নামে একটা ধূম্রজাল সৃষ্টি করতে চাইছেন। আশা করি তারা প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেবেন।  তিনি নির্বাচন কমিশনের নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে ডাকবেন। তাদের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করবেন। স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, যারা ৭১ সালে মানুষ হত্যা করেছে, দেশের স্বাধীনতা বিরোধী কাজ করছে। তাদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। তাদের সঙ্গে আর যা-ই হোক কোনো রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে না। বৈঠকে উপস্থিত ছিলেন- ১৪ দলের দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা, শিরিন আক্তার, নাজমুল হক প্রধান, শফিক আহমেদ, অসীত বরুন রায়, রেজাউর রশিদ, নজীবুল বশর, এমএ আউয়াল প্রমুখ। আওয়ামী লীগের উপস্থিত ছিলেন কাজী জাফর উল্লাহ, আবদুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আফজাল হোসেন, ফরিদুন নাহার লাঈলী, হাবিবুর রহমান সিরাজ, দেলওয়ার হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *