তুই হীনতায় আমি”
———-খায়রুননেসা রিমি
২৫ বছর অপেক্ষা করেছি একটা ‘তুই’এর জন্য।
মাঠে,ঘাটে,হাটে কোথায় না খুঁজেছি তোকে।
ঘুম না আসা রাতে হাপিত্যেস করেছি শুধু তোর জন্য।কষ্টেমোড়া, বিবর্ণ জীবনে,
একটা “তুই”এর বড় অভাব।
শুভংকর তুমি কি আমার “তুই” হবে?
একটা “তুই”এর জন্য আমি
তপ্ত বালুতে হাঁটতে পারি,ফোস্কা পায়ে ছুটতে
পারি,আটলান্টিকে ডুবতে পারি।
একটা “তুই”এর জন্য আমি
অনেক কিছুই করতে পারি।
কংক্রিট প্রাচীর ভাঙ্গতে পারি,হিমালয়ের চূড়ায় উঠে বলতে পারি-
শুভংকর,তুমি কি আমার “তুই” হবে?
“তুই” হীনতায় জীবন আমার চুপসে যাওয়া বেলুন।
“তুই ” এলেই আমি বর্ণিল হবো,
অনেকটা রংধনুর মতো।
গ্যাস বেলুনের মতো আকাশে উড়বো,মুক্ত বিহঙ্গের মতো।
“তুই”হীনতায় আমি ভীষণ একা,
অনেকটাই নিঃসঙ্গ,বিধবা নারীর মতো।