স্বাধীনতা
– রফিকুল ইসলাম মামুন।
বাংলা ভাষায় কথা বলে আমরা যে সূখ পাই
ভাষার জন্য লড়াই করছে এমন দেশ আর নাই,
যারা দেশের টানে যুদ্ধ করে আনলো স্বাধীনতা
দিবস এলে কেন বলি শুধু তাদের কথা ?
বীর যোদ্ধাদের ম্মরণ করবো
আমরা প্রতিদিন,
কথা নয় কাজ দিয়ে
শোধ করিব তাঁদের রক্ত ঋণ,
স্বাধীনতা মানে নয়তো কোন
ছেলের হাতের মোয়া,
লাল সবুজ পতাকা টি
লাখো শহীদের রক্তের দাগ ছোঁয়া।
স্বাধীনতা মানে মায়ের শাড়ী আঁচল
জড়ানো সবুজ শ্যামল ভূমি,
যেখানে মুক্ত মনে নিঃশ্বাস নিই
আমি আর তুমি।
দেশের টানে রক্ত দিলো এিশ লক্ষ প্রাণ
দুই লক্ষ বীরঙ্গণা দিলো তাদের মান,
রক্তক্ষয়ী যুদ্ধ করে পেলাম স্বাধীনতা
জঙ্গলি নামে শক্র দ্বারা রক্তাক্ত-
আজ স্বদেশ মাতা।
আসুক যতো জঙ্গি বোমার ভয়
দেশের তরে ঐক্য গড়ে
সব অশুভ তাড়িয়ে-
দিয়ে করবো মোরা জয়।
কাল প্রভাতে সূর্য উঠুক লড়াকু বেশে
আধাঁর যত পালিয়ে যাবে
নতুন ভোরের পরশে।
অলসতা দেবো তেড়ে
রাতের আধাঁর যাবে ছেড়ে,
দেহ মনে সজীবতা রাখব অফুরান
সবাই মিলে গাইব মোরা
নতুন দিনের নতুন জয় গান।
দীপ্ত পায়ে এগিয়ে যাবো
আগামীর পথে,
সবাই মিলে দেশ গড়িব
হাত রাখি হাতে,
স্বাধীনতার স্বপ্ন পূরন হয়ে যাবে তাতে।।
————————————————————–
রফিকুল ইসলাম মামুন,