তুই নামক ঝড়”
————–খায়রুননেসা রিমি
জীবনটা বড্ড যান্ত্রিক ছিল।
‘তুই’ নামক ঝড় সব উল্টে পাল্টে দিল।
ঝড়ে বিধ্বস্ত এই আমি
তলিয়ে গেলাম প্রেমকূপে।
আমি ডুবে গেলাম আজন্মের মতো।
শত চেষ্টাতেও ভেসে উঠতে পারলাম না।
আমাকে তলিয়ে যেতে দেখে তুই
আনন্দে উদ্বেলিত,উচ্ছ্বসিত।
তীরে বসে তুই ঝাল চানাচুর খাস,
আর আমার তলিয়ে যাওয়া দেখিস।
আমি ডুবতে ডুবতেই বলি,
শুভংকর আমি শুধু তোকেই ভালোবাসি।
এই ভাবে আমাকে ডুবিয়ে দিলি?
তোর কাঁধে ভর করে ভেসে
উঠতে চেয়েছিলাম,
হাতটা সরিয়ে নিলি?
তোকে ভালোবেসে কেউ মরতে বসেছে
সেই আনন্দে তুই মদজোয়ারে ভাসিস্।
আহা তুই নামক ঝড় কত ক্ষমতা তোমার।