এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, বাংলাদেশের সকল জঙ্গিরা ধীরে ধীরে ধরা পড়বে। এখন দেশের সকল জঙ্গিরা ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করছে। পুলিশ যে ভাবে জঙ্গি নির্মূল করছে একদিন দেশে জঙ্গি থাকবে না।
আজ বৃহস্পতিবার ( ১লা ডিসেম্বর) বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত সম্প্রীতির সমাবেশে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ এসব কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গিবাদ আর মাদক আমাদের দেশের অন্যতম সমস্যা। কিন্তু স্থানীয় লোকজনসহ সকলের প্রচেষ্ঠায় আমাদের দেশে বর্তমানে জঙ্গিবাদ বাংলাদেশে আর নাই জনগন তা সমর্থন করে না। তিনি ১৯৭১ সালে সমান মুক্তিযুদ্ধে পুলিশের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, শান্তি প্রিয় দেশের মানুষ প্রশাসনকে সহযোগিতা করায় ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশে জঙ্গিদের মোকাবেলা করা সম্ভব হয়েছে। বর্তমান সময়ে দেশে জঙ্গিবাদ সবচেয়ে বড় সমস্যা, আর সেই সমস্যা পুলিশ সাফল্যের সাথে মোকাবেলা করেছে। দেশে আর কোন দিন জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠতে পারবে না। তিনি সমাজে সংঘটিত সকল অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক’এর সভাপতিত্বে সমাজ থেকে জঙ্গিবাদ, মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধ করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খাল, রংপুর বিভাগীয় পুলিশিং কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এস এ হামিদ বাবু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোঃ আজিজুল হক (বীর প্রতীক) প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। ১ ডিসেম্বর,২০১৬