এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে সিডার যন্ত্রের সাহায্যে রবি মৌসুমে গম বীজ বপন প্রদর্শনী ও মাঠ দিবস উপজেলার পৃথক ৪ টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পাওয়ারটিলার চালিত সিডার যন্ত্রের মাধ্যমে পীরগঞ্জ উপজেলার চাপড় গ্রামে কৃষক মুনসুর আলীর জমিতে রবি মৌসুমে গম বীজ বপন করা হয়।
মাঠ দিবস উপলক্ষ্যে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জাহেরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার হোসেন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল লতিফ, অতিরিক্ত উপ-পরিচালক শফিকুল ইসলাম। এছাড়া এলাকার আগ্রহী কৃষকবৃন্দের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সভাশেষে ক্ষেতে কৃষকদের মাঝে সিডার যন্ত্রের মাধ্যমে জমিতে চাষ, মই দেওয়াসহ গম বীজ বপনের বিভিন্ন কলা কৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত করেন আমন্ত্রিত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা। বৈজ্ঞানিক পদ্ধতিতে এই গম বীজ বপন পদ্ধতি এলাকার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানান আগত কৃষকরা।