এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। এরমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় লালমনিরহাট জেলা প্রাশসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খানের নিকট তিন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে জেলা পরিষদ নিবার্চনে ক্ষমতাসীন দলের বাইরে অন্য কোন দল অংশ গ্রহণ না করলে ও লালমনিরহাটে আওয়ামীলীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নি অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে।
তারা হলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক, জেলা আ‘লীগের উপদেষ্ঠা ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা ও জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
জানা গেছে, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় দুটি পৌরসভাসহ ৪৫ টি ইউনিয়ন মিলে জেলা পরিষদ নিবার্চনে মোট ভোটার সংখ্যা ৬২৬ জন। এতে মোট ৮৪ টি মনোনয়পত্র বিক্রি হয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জনের মনোয়নপত্র জমা দানের বিষয়টি নিশ্চিত করে জেলা নিবার্চন কর্মকর্তা ফজলুল হক।