তাই শুধু কালোই নয়, অন্যান্য রঙেও রাঙাতে পারেন আপনার চোখ৷ স্মোকি সাজে রংটা ভালো করে ব্লেন্ড করাই হচ্ছে আসল কথা৷ ভালো করে আইশ্যাডোর রংগুলো চোখে মিলিয়ে দিলে তৈরি হবে একটা ধোঁয়াটে আবহ, যেটা আপনার চোখের সাজে আনবে স্মোকি আমেজ৷
ডিভাইন বিউটি লাউঞ্জের রূপবিশেষজ্ঞ বাপন রহমান জানালেন, চোখে স্মোকি ভাব আনতে চাইলে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে৷ রাতে স্মোকি চোখ বেশি ভালো দেখায়৷ যেহেতু স্মোকি চোখে অনেক রঙের ব্যবহার করা হয়, তাই এটা দিনের বেলায় এড়িয়ে যাওয়া ভালো৷ তবে দিনের বেলা চোখ সাজাতে চাইলে কাজলের ব্যবহার এড়িয়ে চলুন৷ এর পরিবর্তে বাদামি আর ছাই রঙের সমন্বয়ে সাজাতে পারেন চোখ। হালকা রঙের পোশাকের সঙ্গে স্মোকি চোখ বেশি মানায়। কাপড়ের পাশাপাশি লিপস্টিক আর ব্লাশনের রংটা হালকা হলে ভালো দেখাবে৷ এ জন্য পিচ, বাদামি, গোলাপির হালকা টোন ব্যবহার করতে পারেন৷ গয়না মুক্তার হলে স্মোকি চোখের সঙ্গে দেখতে ভালো লাগে