চোখে রঙের খেলা

Slider বিনোদন ও মিডিয়া

8df6ec9f27bc9c2ba64e681e9911bb23-imgl6406

ঢাকা;  ইদানীং চোখের সাজে স্মোকি শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ পাশ্চাত্য বা যেকোনো ঘরানার পোশাকের সঙ্গে মানিয়ে যায় এই চোখের সাজ৷ একটু ধোঁয়াটে বা একটু ফিকে রঙের এই আবহটাই কাজ করে স্মোকি সাজে৷ তবে এখন পর্যন্ত অনেকেরই ধারণা যে স্মোকি সাজে চোখে শুধু কালো রঙের ব্যবহারই প্রাধান্য পায়৷
এই প্রসঙ্গে পারসোনার ব্যবস্থাপনা পরিচালক নুজহাত খান জানালেন, স্মোকি সাজে চোখের পাতায় নানা রঙের একটা শেডের ছোঁয়া থাকে৷ সেটা হতে পারে গাঢ় বা হালকা যেকোনো রং৷ গাঢ় রঙের স্পর্শটা থাকবে শুধু চোখের কোণে৷ ধীরে ধীরে সেই রং হালকা হয়ে চোখের পাতার মাঝ বরাবর আসবে৷

তাই শুধু কালোই নয়, অন্যান্য রঙেও রাঙাতে পারেন আপনার চোখ৷ স্মোকি সাজে রংটা ভালো করে ব্লেন্ড করাই হচ্ছে আসল কথা৷ ভালো করে আইশ্যাডোর রংগুলো চোখে মিলিয়ে দিলে তৈরি হবে একটা ধোঁয়াটে আবহ, যেটা আপনার চোখের সাজে আনবে স্মোকি আমেজ৷

ডিভাইন বিউটি লাউঞ্জের রূপবিশেষজ্ঞ বাপন রহমান জানালেন, চোখে স্মোকি ভাব আনতে চাইলে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে৷ রাতে স্মোকি চোখ বেশি ভালো দেখায়৷ যেহেতু স্মোকি চোখে অনেক রঙের ব্যবহার করা হয়, তাই এটা দিনের বেলায় এড়িয়ে যাওয়া ভালো৷ তবে দিনের বেলা চোখ সাজাতে চাইলে কাজলের ব্যবহার এড়িয়ে চলুন৷ এর পরিবর্তে বাদামি আর ছাই রঙের সমন্বয়ে সাজাতে পারেন চোখ। হালকা রঙের পোশাকের সঙ্গে স্মোকি চোখ বেশি মানায়। কাপড়ের পাশাপাশি লিপস্টিক আর ব্লাশনের রংটা হালকা হলে ভালো দেখাবে৷ এ জন্য পিচ, বাদামি, গোলাপির হালকা টোন ব্যবহার করতে পারেন৷ গয়না মুক্তার হলে স্মোকি চোখের সঙ্গে দেখতে ভালো লাগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *