শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অতিথি পাখি শিকার করার অপরাধে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম আতিয়ার রহমান (৪২)।
সে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের রামবালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউপির চিকলী এলাকার একটি বিল থেকে তাকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে অতিথি পাখি ধরার কয়েকটি ফাঁদ ও শিকার করা বেশ কিছু অতিথি পাখি উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমীরুল ইসলাম জানান, পাখি ও বণ্যপ্রাণী শিকার ও হত্যা আইনে নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আতিয়ার রহমানকে পাখি ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আজ দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আহমেদ মাহবুবুল ইসলাম তাকে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত পাখি শিকারীকে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।