গ্রাম বাংলা ডেস্ক: বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সারা দেশে সন্ত্রাসী শাসনের কাঠামো তৈরি করে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাধিক নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়িয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য কামরুজ্জামান রতনকে বিমানবন্দর থেকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সারা দেশে সন্ত্রাসী শাসনের কাঠামো তৈরি করে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাধিক নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়িয়েছে। এক দিকে হত্যা, গুপ্তহত্যা, গুম, অপহরণ আর অন্যদিকে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন করা হচ্ছে। শুধু আন্দোলন সংগ্রামে বিরোধী নেতা-কর্মীদের ভয় পাইয়ে দেয়ার জন্য। কামরুজ্জামান রতনকে গ্রেফতার তারই ধারাবাহিকতা। কিন্তু এটি যে তাদের ভ্রান্ত অপকৌশল সেটি বুঝতে তারা অক্ষম।
বিএনপি ভারপ্রাপ্ত এই মহাসচিব দাবি করেন, রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষকেও এই অবৈধ সরকারের বেশি ভয় পায়। তাই জনগণের কণ্ঠরোধ করার জন্য এহেন গণবিরোধী নীতি ও আইন নেই যা তারা প্রণয়ন করছে না।
বর্তমান অবৈধ ক্ষমতাসীনদের বিষাক্ত ছোবল থেকে জাতি মুক্তি পেতে চায়। দেশের অস্তিত্ব ধ্বংস করতে যে আগুন নিয়ে আপনারা খেলছেন তাতে নিজেরাই একদিন ছাই হয়ে যাবেন বলেও মন্তব্য করেন ফখরুল।
ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রোববার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতনকে গ্রেফতার করে পুলিশ।