ঢাকা; শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করেছে সরকার। বিভাগ দু’টি হলো, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল-৩-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এই মন্ত্রণালয়ের অধীন দু’টি বিভাগ গঠন করেছেন। সরকারি কাজের গতি বাড়াতে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে মন্ত্রণালয়গুলোকে ভাগ করে প্রতিটি বিভাগের দায়িত্বে থাকবেন একজন সচিব। এ জন্য সৃষ্টি করা হবে সচিবের পদ। গত বছর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় একাধিক বিভাগ করতে চিঠি দেয়া হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। উচ্চ শিক্ষা বিভাগে থাকছে মাধ্যমিক পর্যায়, বিশ্ববিদ্যালয়, অনার্স ও ডিগ্রি কলেজ। আর কারিগরি ও মাদ্রাসায় থাকছে সব ধরনের কারিগরি, ভোকেশনাল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান।