শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নে ‘জয় অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড’ নামে একটি ভেজাল সার কারখানার রয়েছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ওই সার কারখানার মালিক মোখছেদুর রহমানের দুই ছেলে মিলন মিয়া (২২) ও লিমন মিয়াকে (২০) গ্রেফতার করেছে। এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকতা কেরামত আলী ও নীলফামারী থানা পুলিশ। পরে এ কারখানার ২৫০ বস্তা ভেজাল সার জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি বাবুল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, এর আগেও ওই সার কারখানায় অভিযান চালিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। ওই সময় জরিমানা ও কয়েক মণ সার নষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।