কৃষিবিদ রসময় মন্ডল রাহুল ভারতে ট্রেনিং নিতে ৩টা৪৫মি’র ফ্লাইটে ঢাকা ছেড়েছেন  

Slider বরিশাল
 15303824_348160815540357_1567949036_o
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : গ্রাম বাংলা নিউজ ২৪ ডট কম এর বরিশাল বিভাগীয় প্রতিনিধি প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত’র সম্বন্ধী কৃষিবিদ রসময় মন্ডল রাহুল, উপজেলা কৃষি অফিসার, কাশিয়ানী, গোপালগঞ্জ Agriculture Project Management এর উপর ট্রেনিং গ্রহনের উদ্দেশ্যে বুধবার ৩ টা ৪৫ মি’ র ফ্লাইটে হযরত শাহাজালাল বিমান বন্দর থেকে ভারতের উদ্দ্যেশ্যে ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ কৃষি মন্ত্রনালয় কর্তৃক মনোনীত হয়ে কৃষিবিদ রসময় মন্ডল রাহুল সহ মোট চার জন এর একটি টিম Agriculture Project Management এর উপর বিশেষ প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন। ঢাকা থেকে প্লেনে কলকাতা নেমে পুন প্লেনযোগে চেন্নাই কৈম্বাতরী এয়ারপোর্ট যাবেন। এরপর সড়কপথে তামিলনাড়ু পৌঁছবেন। তামিলনাড়ুতে বৃহস্পতিবার থেকে উক্ত বিষয়ের প্রশিক্ষণ শুরু হবে। চার কৃষিবিদ দেশ বিদেশের বিভিন্ন কৃষিকর্মকর্তাদের সাথে তামিলনাড়ু প্রশিক্ষণ কেন্দ্রে দুই মাস ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করবেন। এই চারজনের ট্রেনিং শেষে সারা বাংলাদেশ থেকে আরও চারজনকে অন্য একটি বিশেষ ট্রেনিং নিতে কৃষি মন্ত্রনালয় তামিলনাড়ু পাঠাবে। সরকারী ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগ বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে যথেষ্ট অবদান রাখবে এ কথা অনস্বীকার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *