“দেনা পাওনার হিসাব”
—–খায়রুননেসা রিমি
রাতটা বড় ভয়ংকর রকম বিদঘুটে।
কোথাও কেউ নাই,
আমি ভয় পাচ্ছি,
ধর্ষক পুরুষের ভয়ে কলজে ছিঁড়ে যাচ্ছে।
শুভংকর তুমি আড়ালে দাঁড়িয়ে হাসছো?
আমি জেগে আছি জেনেই
তো তুমিও আছো জেগে।
শুধু আমারই জন্য।
তবে কেনো এত অহমিকা?
আত্মসম্মান এতটাই টনটনে?
আমি না ডাকলে আসবেনা,
আমি কথা না বললে তুমিও বলবেনা।
গিভ এন্ড টেকের হিসেব কষো
অনিরুদ্ধ ভালোবাসায়।
এটা তোমার কেমন ভালোবাসা?