রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ॥ মাত্র দু’দিনের মাথায় আবারও দিনাজপুর সদরের পল্লী হতে প্রায় ১১ লাখ টাকা মূল্যের সাড়ে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উদ্ধারকৃত মদ ও মদ তৈরির উপকরণ সমূহ ধ্বংস করে।
জানা গেছে, ২৮ নভেম্বর সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় গোপন সুত্রের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে এবং কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় দিনাজপুর সদরের ১নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ অফিস সংরগ্ন গীর্জার পাশের বাঁশঝাড় এবং কবরস্থান এলাকায় মাটিতে পুতে রাখা অবস্থায় চোলাই মদগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫ হাজার ৪৫০ লিটার চোলাই মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত মদ উদ্ধার ছাড়াও মদ তৈরীর উপকরণগুলো ভেঙ্গে গুড়িয়ে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার এস আই বিপ্লব সরদার, নজরুল ইসলাম, মাহমুদুল হাসান,নয়ন চন্দ্র ধর, আব্দুস সবুর মিয়া, এ এস আই মন্টু মিয়া, আসাদুজ্জামান, পলাশ চন্দ্র বর্মণ প্রমূখ।
এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ম্যাজিষ্ট্রেট যোবায়ের হোসেন বলেন, মাদক আমাদের জীবনকে ধ্বংসের দিকেই ধাবিত করে। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এর প্রত্যক্ষ পরোক্ষ কোন উপকারিতা নাই। তাই গোপনে বা প্রকাশ্যে যারা মাদক সেবন করে কিংবা মাদক বিক্রির সাথে জড়িত তারা দেশ ও জনগণের শত্রু। তাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সদরের একই ইউনিয়নের রাণীগঞ্জ মোড়স্থ আনন্দপাড়া এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করে ওই ভ্রাম্যমান আদালত।