সিলেট প্রতিনিধি :: সৎ ব্যবসায়ী উন্নতির স্বর্ণ শিখরে আরোহন করে। সৎভাবে ব্যবসা পরিচালনা করা একটি এবাদত। ব্যবসায় যদি সততা না থাকে তবে তা হালাল নয়। নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।
হালাল ব্যবসার মাধ্যমে মানুষের মাঝে ভ্রাতৃতবোধ গড়ে উঠে। সৎভাবে ব্যবসা পরিচালনা করলে এর সাফল্য শতভাগ নিশ্চিত। আমাদের সকলের উচিৎ সবার সাথে সম্প্রীতি ও ঐক্যতা গড়ে তোলা।
সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ-এর অতিরিক্ত সাধারণ সভা ২০১৬-শীর্ষক সভায় বক্তারা একথা বলেন। মঙ্গলবার দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর কনফারেন্স হলরুমে এ অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ-এর সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সদস্য মোঃ লায়েছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ বশিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, অর্থ সম্পাদক হাজী মোঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি আবুল কালাম প্রমুখ।
.