এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর ডেস্কঃ বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১০ টায় শহরের শেরে বাংলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
উক্ত বর্ণাঢ্য র্যালিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যারাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় পঞ্চগড় জেলার একাংশ। ১৯৭১ সালে বাংলাদেশের সর্বউত্তরের থানা পঞ্চগড়ের তেতুলিয়া ছিল পঞ্চগড় জেলার একমাত্র মুক্তাঞ্চল।