লালমনিরহাটে যাত্রীবাহী বাস উল্টে খাদে।

Slider টপ নিউজ
15281022_590340237818555_1288979207_n
এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে পথচারীসহ প্রায় ২৫জন যাত্রী আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ সোমবার (২৮নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা পাটগ্রাম গামী তুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস(বগুড়া-জ-০৫-০০২৯) কালীগঞ্জের চাপারতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্বের একটি গর্তে পড়ে যায়। এ সময় তুনা বাসের যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত পক্ষে ২৫জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব জানান, সড়ক দুর্ঘটনার বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *