লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ ।  

Slider গ্রাম বাংলা
 15281846_590335047819074_473567426_n
এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট বড়বাড়ী হতে বুড়িমারী স্থল বন্দর, মহেন্দ্রনগর ও মোস্তাফি পর্যন্ত ঝুকিপুর্ন মহাসড়কটি মেরামতের দাবিতে লালমনিরহাট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আজ ৩ (তিন) ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে। আজ সোমবার (28 নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টাপর্যন্ত লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পরে।লালমনিরহাটের সাথে বুড়িমারী স্থলবন্দরের একমাত্র আঞ্চলিক মহাসড়কটি বন্ধ হয়ে গেলে সাধারন যাত্রীরা চরম দুর্ভোগে পরে। এসময় কয়েক শত বাস, ট্রাক মহা সড়কে আটকে পরে। লালমনিরহাট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ লালমনিরহাট-বুড়িমারী পর্যন্ত এ অবরোধের ডাকদেন। তারা দ্রুত ঝুকিপুর্ণ মহাসড়কটি মেরামতের দাবি জানান।লালমনিরহাট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আমিনুল হক বলেন, দ্রুত ঝুকিপুর্ন সড়ক মেরামত না করলে আবারও কঠিন কর্মসুচী ঘোষনা করা হবে বলে তিনি জানান।লালমনিরহাট জেলা পরিবহন মালিক ও শ্রমিক সম্পাদক বুলবুল মিয়া জানান, সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহা সড়ক অবরোধ চলে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *