ঢাকা; অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝাই ছয়টি নৌকা মিয়ানমারের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নৌকায় অন্তত ১০ থেকে ১৫ জন নারী-পুরুষ ও শিশু ছিল বলে জানা গেছে।
রোববার ভোরে উখিয়া ও টেকনাফ সীমান্তের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় নৌকাগুলো ফেরত পাঠানো হয়েছে। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আবু জার আল জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে কবল থেকে প্রাণে বাঁচতে গত কয়েকদিন থেকে মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু থানার রাম্যবিল, ছোট গউজিবি, বড় গউজিবিল, কেয়ারি প্রাং, ওয়াবেগ, নাকপুরাসহ বিভিন্ন গ্রাম থেকে সীমান্ত পার হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে নির্যাতনের শিকার রোহিঙ্গারা। বাংলাদেশ সীমান্তে বিজিবি’র কড়া নিরাপত্তার কারণে অনুপ্রবেশ করতে পারছেনা। তবে ইতিমধ্যে দালালদের মাধ্যমে কয়েক হাজারা রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে বিজিবি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে।