প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণ, গেছে ব্যাকআপ বিমান

Slider টপ নিউজ

42183_sdf

 

ঢাকা;  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ক্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। রবিবার সকাল সোয়া নটায় বোয়িং- ৭৭৭- ৩০০ উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল  মেরাজ বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, যান্ত্রিক গোলযোগের কারনে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটি বুদাপেস্ট যাওয়ার পথে ডাইভার্ট হয়ে ল্যান্ডিং করেছে তুর্কমেনিস্তানের আসগাবাদ আর্ন্তজাতিক বিমানবন্দরে। ওই বিমানবন্দরে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় উড়োজাহাজটি অবতরন করে। এর ফাঁকে একই টাইপের আরেকটি উড়োজাহাজ ব্যাকআপ হিসেবে পাঠানো হয়েছে। বিকাল সাড়ে চারটায় বিমানটি তুর্কেমেনিস্তানে পৌছেছে। তিনি বলেন, প্রথম উড়োজাহাজটির মেরামতের কাজ চলছে। চারজন ইঞ্জিনিয়ার কাজ করছেন। আশা করি, দ্রুত মেরামত হয়ে যাবে।  মেরামত শেষে পুনরায় বুদাপেস্টের উদ্দেশে রওনা করবে। এর আগে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *