“অমাবশ্যার রাত”
—খায়রুননেসা রিমি
আজকের রাতটা বড্ড অদ্ভুত,
ফেইসবুক পাড়ায় কেউ আর জেগে নেই।
একটাও সবুজ বাতি জ্বলছে না আর।
অমাবশ্যার রাতের মতো ঘুটঘুটে অন্ধকার।
তোমার আমার জন্য আজ ভরা পূর্ণিমা।
জোছনার আলোয় সব পুড়ে খাঁক।
সহস্র মাইল দূরে থেকেও তুমি আমার,
আমি তোমার সব দেখতে পাই মনের চোখ দিয়ে।
মন দিয়েই চষে বেড়াই মনের অলিগলি।
কখন যে কেটে যায় অমাবশ্যার নিকষ কালো আধাঁর,
কিচ্ছু টের পাইনা।
অতপর নেমে আসে প্রশান্তির ভোর।