ঢাকা; গাজীপুর সিটিকরপোরেশনের কারারুদ্ধ ও সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে তিনি বলেন, জামিন হওয়ার পর বার বার গ্রেফতার দেখিয়ে সরকার অধ্যাপক মান্নানকে কারাগারে রেখে নিজেদের কাউন্সিলর দিয়ে সিটিকরপোরেশন চালাতে চায়। তিনি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেন।
বিবৃতিটি হুবহু প্রকাশ করা হল।