অধ্যাপক মান্নানের মুক্তি চাইলের মির্জা ফখরুল

Slider ঢাকা রাজনীতি সামাজিক যোগাযোগ সঙ্গী

15174659_616374991898979_1141114492_n

 

ঢাকা; গাজীপুর সিটিকরপোরেশনের কারারুদ্ধ ও সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে তিনি বলেন, জামিন হওয়ার পর বার বার গ্রেফতার দেখিয়ে সরকার অধ্যাপক মান্নানকে কারাগারে রেখে নিজেদের কাউন্সিলর দিয়ে সিটিকরপোরেশন চালাতে চায়। তিনি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে  মুক্তি দাবি করেন।

বিবৃতিটি হুবহু প্রকাশ করা হল।

15207980_619840578219087_1042790118_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *