ফরিদপুর; ফরিদপুরের ভাঙ্গার মুনসুরাবাদ হাইস্কুল মাঠে ১৪৪ ধারা ভঙ্গ করে পূর্বনির্ধারিত সমাবেশস্থল থেকে দুই শত মিটার দূরে সমাবেশ করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। নিক্সনের সমাবেশ সফল করতে তার প্রায় ৩০ হাজার সমর্থক সমবেত হয়।
এদিকে সমাবেশস্থল শান্তিপূর্ণ রাখার জন্য ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে ফরিদপুর ও ভাঙ্গা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মুনসুরাবাদের কুমার নদীর ওপর একটি ব্র্রিজের নির্মাণকাজের উদ্বোধন ও উদ্বোধন শেষে মুনসুরাবাদ হাইস্কুল মাঠে একটি সমাবেশ হওয়ার কথা ছিল। এমপি নিক্সন চৌধুরীর পূর্র্ব নির্ধারিত সভাস্থলে ভাঙ্গা ছাত্রলীগ ও যুবলীগ আহূত এক সমাবেশ ডেকে মঞ্চ নির্মাণ করে। এ ঘটনায় ভাঙ্গা উপজেলা প্রশাসন সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করে। বিকালে নিক্সন চৌধুরী এমপি তার সমর্থকদের নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ব্রিজের উদ্বোধন করে ব্রিজ সংলগ্ন এলাকায় সমাবেশ করে। এ সময় নিক্সন চৌধুরী বলেন, বিগত ৩৫ বছর ভাঙ্গার কোনো উন্নয়ন হয়নি। আমি এমপি হওয়ার পর উন্নয়ন করছি আর কাজী জাফরউল্লাহ তাতে বাধা দিচ্ছেন। তিনি যতই বাধা দিক, আমার উন্নয়ন অব্যাহত থাকবে। এসময় হামিরদি ইউনিয়নের শতাধিক নেতাকর্মী নিক্সন চৌধুরীর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার কর্মকাণ্ডের সঙ্গে থাকার ঘোষণা দেন।