আমি রোহিঙ্গা বলছি
__________________তাজুল
রাতের আঁধারে এসেছি পালিয়ে
বৌদ্ধ জালিমের চোখ এড়িয়ে
প্রাণটা বাঁচাব বলে,
প্রাণের ভয়ে নাফ নদীতে
ভেসেছি অথই জলে।
কত মানুষ আগুনে পুড়ছে
বাড়ি ঘর মসজিদ জ্বলছে তো জ্বলছে,
বাঁচাও বাঁচাও চিৎকার করছে
ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ
ছেলের সামনে মাকে নির্যাতন
বৃদ্ধ বাবাকে জবাই করছে ।
হে প্রতিবেশী মুসলমান বাংলাদেশ
যদি হও ভাই ভাই
মোদের প্রাণ বাঁচাও
কেন ফিরিয়ে দাও।
আমরা চাইনা অন্ন বস্ত্র
চাই একটু আশ্রয় ,
না হয় লতাপাতা খাব
চাইলে জেল হাজতে রইব
তবুও প্রাণেতো বাঁচব।
বাঁচাও বাঁচাও মোদের বাঁচাও
সীমান্ত খোলে দাও,
না হয় গুলি করে মেরে দাও
মরেও শান্তি পাব
তোমাদের জানাযা তো পাব।
ব্ন্ধ কর মিছিল বিক্ষোভ
এত কিছু কিসের তরে,
এসেছি তোমাদের ধারে
প্রয়োজন কি এসবের
আমরা যদি যাই ফিরে।
যদি মরি বেজাতির হাতে
হিসাব দিতে হবে তোমাদের,
শেষ বিচার হাশরতে
দাও মোদের শুধু একটু আশ্রয় দাও।