গ্রাম বাংলা ডেস্ক:কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বিদ্রোহী গ্রুপের কর্মীরা। কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। সকালে তালা ভেঙে সংগঠনের কার্যালয়ে ছাত্রদলের নতুন কমিটির নেতারা প্রবেশ করায় তারাও সেখানে অবরুদ্ধ হয়ে আছেন। দুপুরের পর থেকে কার্যালয়ের বাইরে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ ও মিছিল করছে। বেলা দুইটার পর দুই পক্ষের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিদ্রোহী গ্রুপ। এসময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। থেমে থেমে বিক্ষোভ চলায় সকাল থেকে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচলেও বিঘœ ঘটছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও সংঘর্ষ থামাতে তাদের কোন ভূমিকাই দেখা যায়নি। তারা পল্টন থানা এলাকা ও নাইটিঙ্গেল মোড়ে অবস্থান করছে। দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেখায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিএনপি কার্যালয়ের আশপাশের দোকান পাট বন্ধ রয়েছে। এদিকে করণীয় নির্ধারণে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বৈঠক করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সিদ্ধান্ত জানা যায়নি।