এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গাড়ীর কাগজ পত্র যাচাইয়ের সময় ৫ কেজি গাঁজাসহ ১টি পিকাপ ভ্যান উদ্ধার করেন ট্রাফিক পুলিশ। এসময় গাড়ীর চালক ও হেলপার পালিয়ে যায়। আজ শনিবার (26 নভেম্বর) সন্ধ্যাকালে উপজেলার মেডিকেল মোর গোল চত্বর এলাকা থেকে উক্ত গাঁজা ও পিকাপ ভ্যানটি উদ্ধার করা হয়। হাতীবান্ধা থানার ট্রাফিক সাব ইন্সপেক্টর (টিএসাই) মনছুর আলী জানান- আজ শনিবার সন্ধ্যায় কনস্টবল নৃপেন চন্দ্র, লোকাল ট্রাফিক গোলাম মোস্তফাসহ উপজেলার মেডিকেল মোড় গোল চত্বর এলাকায় ডিউটি করছিলেন। এসময় সন্দেহ জনক একটি পিকাপ ভ্যান (যার নং বগুড়া-ন-১১০৯-২৩ ) আটক করেন তারা। ড্রাইভারের নিকট গাড়ীর বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে পিকাপ ভ্যানটি সাইট করেন এবং হেল্পারসহ নেমে পালিয়ে যায়। পিকাপ ভ্যানটি তল্লাশি করলে ড্রাইভারের সিটের নিচে পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে গাঁজাসহ পিকাপ ভ্যানটি হাতীবান্ধা থানায় জমা দেন তিনি। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।