খেলাধুলা তরুণদের বিপথ থেকে দূরে রাখে- রংপুরে প্রতিমন্ত্রী রাঙ্গা

Slider খেলা

img_20161125_193324-700x378

রংপুর ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, নিয়মিত খেলাধুলা তরুণদের বিপথ থেকে দূরে রাখে। খেলাধুলাই পারে তরুণ সমাজকে বাঁচাতে। এজন্য ছোট বয়স থেকেই ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আসক্তি তৈরী করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অবশ্যই করার সময় দিতে হবে। খেলাধুল শারিরীক ও মানষিক শক্তি তৈরী করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে কাজ করছেন, তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি খেলাধুলাকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের ধীরে ধীরে খেলার মাঠ শেষ হয়ে যাচ্ছে। খেলার মাঠ রাখতে হবে। সমাজের বিত্তবানদের তরুণ সমাজ বাঁচাতে আগামী দিনে স্বপ্নকে বাাঁচাতে এগিয়ে আসতে।
প্রতিমন্ত্রী সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

শুক্রবার মুন্সিপাড়া ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২য় আন্তঃরংপুর প্রাইজমানী ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। মুন্সিপাড়া ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২য় আন্তঃরংপুর প্রাইজমানী ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এ কে এম আব্দুর রউফ মানিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রংপুর পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃ জুননুন, সনিক প্রাইম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন বিশিস্ট নাট্য ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, আতোয়ারুজ্জামান লাঞ্চু প্রমুখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, বিশিস্ট ব্যব্সায়ী শফিকুল ইসলাম মিঠু, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রাহাত ইসলাম রনি।

চুড়ান্ত খেলায় তরুণ সংঘ মিস্ত্রি পাড়া খেলে নিসবেতগঞ্জ রুবট রোস্তম ক্লাবের বিপক্ষে। খেলায় নিসবেতগঞ্জ রুবট রোস্তম ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে তরুণ সংঘ মিস্ত্রি পাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন দল পায় লাখ টাকার প্রাইজ মানি। খেলায় ধারাবিবরনীতে ছিলেন সুমন, সাব্বির, শহীদ সরকার ও আরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *