ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলেন বর্তমান প্রশাসকই

Slider গ্রাম বাংলা

sadek_quraisi1480130755

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচনে প্রশাসক পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী’ই।

শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ প্রসঙ্গে মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি উন্নয়নমূলক কাজের মাধ্যমে ঠাকুরগাঁওকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, জেলা পরিষদ নির্বাচনের জন্য বিভিন্ন মহলে জেলার বিভিন্ন পর্যায়ের ৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছিল। তারা হলেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সহ-সভাপতি এমদাদুল হক, অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, কেন্দ্রীয় প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম
ফেরদৌস টগর, মুক্তিযোদ্ধা ফোরামের নেতা বাবলুর রহমান ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।

জানিয়ে রাখা ভালো, আগামী ২৮ ডিসেম্বর সারাদেশব্যপী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত নির্বাচিত জেলা পরিষদ প্রশাসক পাওয়ার অপেক্ষায় ঠাকুরগাঁও জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *