ঢাকা; চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে সুচরিতার অভিনয় শুরু। অশোক ঘোষের ‘মাস্তান’ ছবিতে প্রথম বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তবে একই পরিচালকের ‘সমাধি’ ছবিতে তিনি প্রথম নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান। ইলিয়াস কাঞ্চন ও প্রয়াত নায়ক জাফর ইকবালের সঙ্গে জুটি হয়ে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। এছাড়া প্রয়াত গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের ‘হাঙ্গর নদী গ্রেনেড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
এদিকে গুণী অভিনেত্রী মৌসুমী। তিনিও অসংখ্য সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। এবারই প্রথম সুচরিতার মেয়ের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। ছবির নাম ‘পবিত্র ভালোবাসা’। এ কে সোহেল। তিনি বলেন, সুচরিতা ও মৌসুমী দুজনই বেশ ভালো অভিনেত্রী। আমার নতুন এ ছবির কাহিনীতে দেখা যাবে, সন্ত্রাসীদের হাতে খুন হয় সুচরিতার স্বামী। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে খুব কষ্টে তার সংসার চালাতে হচ্ছে। আর তার মেয়ের চরিত্রে মৌসুমী এবং ছেলের চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেতা রোকন। চট্টগ্রামের বোয়ালখালীতে এ ছবির কাজ শুরু হয়েছে। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। ‘পবিত্র ভালোবাসা’ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন মাহিয়া মাহি, আফজাল শরীফসহ আরো অনেকে। উল্লেখ্য, এর আগে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘মা আমার চোখের মণি’ ছবিতে চিত্রনায়িকা শাবনূরের মায়ের চরিত্রে অভিনয় করেন সুচরিতা। বর্তমানে সুচরিতার মিনহাজ অভির পরিচালনায় ‘মেঘকন্যা’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর অন্যদিকে মৌসুমী বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ নামে একটি ছবির কাজ করছেন।