শীত [ছড়া কবিতা]
-রফিকুল ইসলাম মামুন।
শীত এলে শহর গ্রাম
উৎসবেতে মাতে,
ধনী গরীব সবার ঘরে
খুশির জোয়ার তাতে।
শীতের পিঠেপুলি উৎসবের
চলে আয়োজন,
খোকা খুকি বুড়া বুড়ি
খুশি সবার মন।
কৃষাণিদের ঢেঁকি কলে চাল
ভাঙ্গানোর পড়ে যায় ধূম,
বধূ মাতা প্রিয়তমা
নাইকো কারো ঘুম।
নতুন বর গাঁ গ্রামে
যাবে শ্বশুর বাড়ী,
শীতের দিনে সঙ্গে নিবে
খেজুর রসের হাড়ি।
ছোট্ট বেলা মায়ের হাতে গাঁয়ে বসে
খেয়েছি কত মিষ্টি রসের পায়েস,
সে ম্মৃতি মনে হলে আজও জাগে আয়েশ।
বন্ধু তুমি শীতের দিনে এসো আমার বাড়ী,
পিঠাপুলি খেতে দেবো বিদায় বেলা
যেতে দেবো মিষ্টি রসের হাড়ি।
শীত এসেছে কারো কাছে
খুশির বার্তা লয়ে,
আবার শীত এসেছে কারো কাছে
দুঃখের বার্তা হয়ে।
ধনীরা সবাই থাকে তারা
দালান কোটা ভরে,
গরীব দুঃখী সবাই থাকে
ফুটপাত বা ভাঙ্গা কুটির ঘরে।
ধনীরা সব লেপ তোষকে
ঘুমাই আরাম করে,
গরীব দুঃখী শীত এলে
শীত বস্ত্র মরে।
এই শীত কারো হয় পৌষমাস,
গরীব দুঃখী লোকের জন্য হয় সর্বনাশ।
__________________________________
-রফিকুল ইসলাম মামুন।
১৫ নভেম্বর ২০১৬ খৃষ্টাব্দ,
ঢাকা।