ঢাকা; জেলা পরিষদের চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
আজ শুক্রবার রাতে গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারবেন না। এখানে শুধু নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোট দেবেন। জেলাগুলোতে আওয়ামী লীগের জনপ্রতিনিধির সংখ্যা বেশি। তাই আওয়ামী লীগের সমর্থন পেলেই নির্বাচনে জয়লাভ করা যাবে এমন ধারণা প্রার্থীদের মধ্যে আছে।
আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য ৬১ জেলায় মোট ৭০১ জন আবেদন করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর।