গ্রাম বাংলা ডেস্ক; ইরাকে একটি আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। বাগদাদের ১০০ কিলোমিটার দক্ষিনে হিল্লা শহরের একটি পেট্রোল স্টেশনে এ হামলা চালানো হয়।
পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিহতদের বেশিরভাগই ছিলেন ইরানি শিয়া তীর্থযাত্রী। খবরে বলা হয়, জঙ্গিগোষ্ঠী আইএস অনলাইনে এক বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে। ইরাকে শিয়া সম্প্রদায়ের পবিত্র শহর কারবালা থেকে ইরানে ফিরছিলেন নিহত তীর্থযাত্রীরা। এক পুলিশ কর্মকর্তা জানান, হামলার শিকার হওয়া গ্যাস স্টেশন প্রাঙ্গনে একটি রেস্তোরা রয়েছে। এটা সফরকারীদের কাছে বেশ জনপ্রিয়। বিস্ফোরক ভর্তি ট্রাকের বিস্ফোরণ এতোটাই জোরালো ছিল যে তীর্থযাত্রীদের ৫ টি বাসে আগুন ধরে যায়।