ভংঙ্কর —————কোহিনূর আক্তার,

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15209153_1820502264875733_1910922653_n

 

 

 

 

 

 

 

 

 

ভংঙ্কর

—————কোহিনূর আক্তার,

আমি চিৎকার, আমি সাইক্লোন,

আমি ভংঙ্কর

আমি সামান্য,আমি নিস্তব্ধ ঢেউ

কিংবা শুধু নয়

কোন সামান্য দুর্বার কেউ ।

আমার আগমনে তোরা হয়ে যাবি নিমিশেষ।

তোরা জাতীকে করেছিস ভিন্ন,

তোরা নিজেকে করেছিস রাক্ষস ও অন্য।

তোদেরকে আবার এই ধর্মই

করবে ছন্নো ছন্নো,

তোরা তালবিহীন বিকৃত মস্ত

পাবিনা সান্তি ও অন্নো ।

তোরা দেখেছিস অগ্রহায়ণে

সূর্যের সিক্ত আলো,

নির্বোধ অজগ্য আত্মা অহংকারী

তোরা কেনো

বুঝিস না সূর্যের তাপে ও গলিত হয়

অসামান্য লহ্য ।

ওরে নির্বোধ নিজেকে মহাদূর্জয়

বিষাক্ত প্রলয়

অস্থির অস্বস্তি আর করিস না ,

কখন যে ঘুড়বে স্বাস রুদ্ধ দাবার

গুটি তা একবার পাপিষ্ঠা মনে

আনিস না ।

ওরে বিধ্বস্ত বিভ্রান্তি নির্বোধ

অজগ্য আত্মা ,

নিজেকে করেছিস অতি তুল্য ও মাত্তা ।

নিজের অত্যাচারী গতি রোধ করা অতি সস্তা,

জ্ঞান হীন নির্দয় মূর্খের অসামান্য শুধু বস্তা ।

মানুষ হয়ে মানুষের মাংস কেটে করেছিস পশুর তুল্য ,

ওরে নির্দয় নেই কি তাদের

জন্য একটু

মায়ার মুল্য ?

বাংলার ১৯৭১ এর যুদ্ধ তোদের কাছে তুল্য,

থাম তোরা থাম , দিতে কঠিন হবে

মজলুমের মুল্য,,,,,,,,।

বার্মার ভংঙ্কর সময়

২০১৬/১১/২৩

চিরকাল স্মরণীয় ।

আমার এ ভংঙ্কর কবিতা আমি

তাদের জন্য উৎসর্গ করলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *