গাজীপুরে শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ এবং গ্রামীণফোনের এসএমই সেবার কর্পোরেট চুক্তি

Slider তথ্যপ্রযুক্তি
gp-shahid-school-24-nov-2016

গাজীপুর; মহানগরের ঐতিহ্যবাহী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ এবং দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের এসএমই সেবার আওতায় কর্পোরেট চুক্তি হয়েছে।

বৃহষ্পতিবার সকালে মহানগরের কাজী আজিমউদ্দিন কলেজ রোডে অবস্থিত শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ কক্ষে গ্রামীণফোনের গাজীপুর জেলার অথরাইজড এসএমই পার্টনার মা-মনি কমিউনিকেশনের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়।

২০০৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ভয়েজ কলসহ গ্রামীণফোনের এসএমএস, বিদ্যালয়ের নিজস্ব ওয়েলকাম টিউন, ইন্টারনেটসহ যাবতীয় ডিভাইস ও ভ্যালুএ্যাডেড সার্ভিস সমূহ ব্যবহার করবে।

চুক্তি অনুষ্ঠানে শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  মোঃ শহীদুল ইসলাম শহীদ, প্রিন্সিপ্যাল সানজিদা রশীদ এবং গ্রামীণফোনের গাজীপুর জেলার অথরাইজড এসএমই পার্টনার মা-মনি কমিউনিকেশনের সিইও এম.এ কবির, এসই মোঃ মোস্তফা হাওলাদার সহ উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রামীণফোন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, সেবামূলক প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানকে সকল প্রকার সেবা ও পণ্য যেমন নতুন সংযোগ, স্ক্যাচ কার্ড, ফ্লেক্সিলোড, বিলপে, জিপি ব্র্যান্ড হ্যান্ডসেট ইত্যাদিসহ ভ্যালুএ্যাডেড সার্ভিসসহ সকল প্রকার সেবা দিচ্ছে গ্রামীণফোনের এসএমই পার্টনার প্রতিষ্ঠান মা-মনি কমিউনিকেশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *